

কেশবপুর, প্রতিনিধিঃ কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৭ নভেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের মৃত জোহর আলীর ছেলে মিরাজ হোসেন (৩৭) কে ১০ পিস ইয়াবাসহ আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা এবং একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শাহীন (৪০) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটকের ঘটনায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক শেখ আবুল কাসেম সহযোগিদের নিয়ে সহযোগিতা করেন।
মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজ ধ্বংস করে দিচ্ছে,মাদককারবারিরা দেশ ও জাতির শত্রু। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত মন্তব্য প্রদান করেন।
আপনার মতামত লিখুন :