কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ যশোট জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট এলাকায় নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে ৩ মাটি ব্যবসায়ীর প্রত্যেককে ১৫ দিনের জেল দিয়েছে গ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে (০২ ডিসেম্বর ২৫) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনে (ভুমি) শরীফ নেওয়াজ সঙ্গিও ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। ঘটনার সত্যতা পাওয়ায় ঘটনাস্থল থেকে ১টি মাটিকাটা এস্কেভেটর ও মাটি বহনকারী ১ টি ট্রাক্টর জব্দ করে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শরীফ নেওয়াজ ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে নদীর পাড়ের মাটি কাটার সাথে জড়িত থাকার অপরাধে কেদারপুর গ্রামের বিপ্লব, আবুল হাসান ও সাইফুল নামে ৩ ব্যবসায়ীর প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।