শেখ মিজানুর রহমান মায়া(কেশবপুর)যশোর প্রতিনিধিঃ মহান বিজয় দিবস(১৬ ডিসেম্বর,২০২৫) পালন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর সরকারী ডিগ্রি কলেজে বিজয় স্মৃতিস্তম্বে উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন সামাজিক,সাহিত্য,সাংস্কৃতিক,পেশাজীবি,রাজনীতি,গণমাধ্যম সংগঠনসহ বিভিন্ন মাধ্যমের প্রতিনিধিগণ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা গ্রাউন্ড পাবলিক ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত, আকাশে বেলুন ও ফেস্টুন ব্যানার উড্ডয়ন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বিজয় দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্যারেড অধিনায়ক থানার উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন এর নেতৃত্বে পুলিশ বাহিনী, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, সরকারী, আধা সরকারী স্কুল-কলেজ এবং গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ এ অংশগ্রহণ করেন।
বিজয় দিবস পালন উপলক্ষে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,সংগঠন,সংস্থা,অফিস ও ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন ও প্রধান সড়ক এবং অন্যান্য সড়কে ছিলো বিভিন্ন রঙের ফ্লাক টানানো চোখে পড়ার মত।
জনমানুষের মন্তব্য ছিলো বিজয় দিবসে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার সকল মুক্তিযোদ্ধা,জুলাই যোদ্ধা, সাহিত্য,শিল্প,সাংস্কৃতিক সংগঠন,সকল পেশাজীবী,রাজনীতি,ধর্ম,গণমাধ্যম নেতাসহ সার্বজনীন জনমানুষের সমঅধিকারের আওতায় ব্যাপক হারে অংশগ্রহণ ও উপস্থিতি ঘটালে আয়োজনটি আরো সুন্দর ও সার্থক হতো যেমন ঠিক তেমনই ভাবে প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে যানজট নিরশনের ব্যবস্থা এবং পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন ছিলো।