

কেশবপুর আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করেকেশবপুর শহরের মধুসড়কের বাক্সোপট্টি এলাকা থেকে আক্তার হোসেনের ছেলে আফজাল হোসেন শুভকে বুধবার রাতে আটক করেছে।
এসময় তার কাছ থেকে ১২ শ ৫০ গ্রাম গাজা, পুলিশের ইউনিফর্ম, দুটি মোবাইল, চাপাতি একটি ও দুইটি ছুরি উদ্ধার করে। এ বিষয়ে কেশবপুর থানায় মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :