শেখ মিজানুর রহমান মায়া(কেশবপুর)যশোর থেকেঃ দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সুন্দরবন উপকুল সন্নিকটে কেশবপুর-ডুমুরিয়া এলাকার নদী খাল বিল ও পানি সেচ প্রকল্পগুলো পরিদর্শন করেছে আপার ভদ্রা অববাহিকা পানি কমিটির নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা।
আজ সারাদিন যশোরের কেশবপুর ও খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন নদী, খাল, স্লুইসগেট ও জলাবদ্ধ বিলসমূহ পরিদর্শন করেছেন কমিটির নেতৃবৃন্দরা। এসময় ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া স্লুইসগেট, খর্ণিয়া ব্রীজ, রানাই ত্রি-মোহনা, কাশিমপুর বাঁধ, পাঠানপাড়া বিল, নরনিয়া স্লুইসগেট, কেশবপুর উপজেলার বুড়ুলিয়া ব্রীজ, বুড়ুলিয়া স্লুইসগেট, বিল পাথরা-পাঁজিয়া সেচ প্রকল্প, মঙ্গলকোট ব্রীজ, হড়হড়িয়া-হরিহর-আপারভদ্রা ত্রি-মোহনা, হিজলডাঙ্গা বারোমাসি খাল, পরচক্রা ব্রীজ, তেঘরী কালভার্ট এবং এই সংলগ্ন জলাবদ্ধ বিল সমুহ সরেজমিনে ঘুরে দেখেন এবং একই সাথে জলাবদ্ধতার বিভিন্ন কারণও চিহ্নিত করণের পাশাপাশি এলাকার মানুষের নিকট থেকে বিভিন্ন পরামর্শ নেন এই কমিটি।
পরিদর্শন টিমে ছিলেন, কেশবপুর-ডুমুরিয়া আপার ভদ্রা অববাহিকা পানি কমিটির উপদেষ্টা পানি গবেষক অবসরপ্রাপ্ত অধ্যাপক হাশেম আলী ফকির, আহবায়ক সিনিয়র সাংবাদিক মোঃ রুহুল আমীন, সাতক্ষীরার তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির সমন্বয়ক দিলিপ সানা, সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, গৌতম রাহা ও গাজী আব্দুল কুদ্দুস।
উল্লেখ্য, গত (১৫ ডিসেম্বর-২৫) সোমবার চুকনগরে বেসরকারী সংস্থা উত্তরণ ট্রেড স্কুলের কনফারেন্স রুমে অববাহিকা এলাকার ভুক্তভোগী ও সুধীজনের উপস্থিতিতে কেশবপুর-ডুমুরিয়া নদী খাল বিল ও পানি সেচ প্রকল্পগুলো পরিদর্শন এবং জলাবদ্ধতার বিভিন্ন কারণ চিহ্নিত করণের জন্য ওই কমিটি গঠন করা হয়।