

স্বাধীন বাংলাদেশের দক্ষিণ- পশ্চিম প্রাচীন জনপদ ইতিহাসখ্যাত যশোর জেলার, ঐতিহ্যবাহী কালোমুখো হনুমানের বিচারণ ভূমি ও উন্নয়নশীল কেশবপুর উপজেলার আধুনিক পৌরসভার কেন্দ্রস্থল সংলগ্ন,পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব বাজারে গণমাধ্যম কর্মীদের সংগঠন” কেশবপুর থানা প্রেসক্লাব” যাত্রা শুরু করলো।
১৯ নভেম্বর২০২৫,বুধবার দুপুরে কেশবপুর বাজারের মাইকেল মোড়ে অবস্থিত আত্নকর্মসংস্থান সৃষ্টিকারী উদ্দ্যোক্তা প্রতিষ্ঠান প্যারামেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন “পিটিএফ” হল রুমে জাকযমকপূর্ণ আয়োজনে পরিচিতি,আলোচনা ও কমিটির পরিচিতি সভার মধ্য দিয়ে জনাব এ.কে.আজাদ(ইতিয়ার)কে সভাপতি ও জনাব মোঃমোস্তাফিজুর রহমান মিন্টু কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ কার্যকরী পরিষদ ও ৩ সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা পরিষদ”র
“কেশবপুর থানা প্রেসক্লাব” যাত্রা শুরু করলো।
পরিশেষে এক মধ্যাহ্ন ভোজের মাধ্যমে একে অপরে কুশোল বিনিময় করে অনুষ্ঠানের সভাপতি জনাব এ.কে.আজাদ (ইকতিয়ার)আয়োজনের সমাপনী বক্তব্য প্রদান করেন।
আপনার মতামত লিখুন :