কোনো দাবিতেই নির্বাচন বিলম্ব করা হবে না-প্রধান উপদেষ্টা


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ৬:৪৬ পূর্বাহ্ণ /
কোনো দাবিতেই নির্বাচন বিলম্ব করা হবে না-প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, কোনো দাবিতেই ভোট অনুষ্ঠানে দেরি করা হবে না এবং নির্ধারিত সময়েই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সরকার বদ্ধপরিকর।

ড. কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে এ কথা জানান তিনি। তিনি জানিয়েছেন, নির্বাচনের দুইটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সরকার এই সময় পরিবর্তন করবে না। সরকার ভোট বিলম্ব করতে চায় না।

প্রধান উপদেষ্টা তাদের ব্যাখ্যা করে বলেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের চেয়ে স্বল্প পরিসরে সংস্কার চায় সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হবে। তবে যদি বৃহত্তর আকারে সংস্কার চাওয়া হয় তবে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন,” নির্বাচনের তারিখ পরিবর্তনের কোন কারণ নেই আমাদের।”

প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আজ বৃহস্পতিবার আলোচনা শুরু করেছে। জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, এটি নীতি নির্ধারণের কাজ করবে।