দেখা হয়েছে। কথাও হয়েছে। তবে ফলপ্রসূ কোনও আলোচনা হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে। লাওসে ২১তম আসিয়ান বৈঠকে মোদি ও ট্রুডোর সাক্ষাৎ প্রসঙ্গে এমনটাই জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। ফলে খলিস্তানপন্থীর হত্যাকাণ্ডে দুই দেশের সম্পর্কে জমাট বাধা বরফ এখনও গলেনি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মোদি সাক্ষাৎ প্রসঙ্গে শুক্রবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রুডো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে সংক্ষিপ্ত মত বিনিময় হয়েছে। সেখানে কানাডার মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এবং সেই লক্ষ্য বেশকিছু কাজ করতে হবে বলেও জোর দিয়ে জানান তিনি। আলোচনার বিষয় নিয়ে স্পষ্টভাবে কিছুই জানাতে রাজি হননি কানাডার প্রধানমন্ত্রী। তবে এটা জানান যে, দুই দেশের সম্পর্কের উন্নতিতে বেশকিছু বাধা রয়েছে, সেই সমস্যা সমাধানে দুই দেশকে যৌথভাবে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, দুই দেশের সম্পর্কের টানাপোড়নের সূত্রপাত ২০২৩ সালের জুন মাসে। কানাডায় এক গুরুদ্বারের বাইরে খলিস্তানপন্থী নিজ্জরকে গুলি করে হত্যা করে ভারতের গোয়েন্দা সংস্থার ভাড়া করা সন্ত্রাসী। এই ঘটনার পিছনে ভারতের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেন ট্রুডো। যদিও ভারত সে অভিযোগ পুরোপুরি অস্বীকার করে।
এই ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। সেই ঘটনার পর ইতালিতে জি-৭ সম্মেলন ও গত সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন মোদি ও ট্রুডো। যদিও তাতে জটিলতা বিশেষ কাটেনি।