খাগড়াছড়িতে সহিংসতা, ১৪৪ ধারা ভঙ্গ, হতাহতের ঘটনায় ৩ মামলা পুলিশের আসামী ৯০০


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ /
খাগড়াছড়িতে সহিংসতা, ১৪৪ ধারা ভঙ্গ, হতাহতের ঘটনায় ৩ মামলা পুলিশের আসামী ৯০০

খাগড়াছড়ি সদর ও গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতা, নিরাপত্তা বাহিনীর উপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার ঘটনায় প্রায় এক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের শিকার ও ক্ষতিগ্রস্তরা মামলার বাদী না হওয়ায় বাধ্য হয়ে পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহারের চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর সদরে ১৪৪ ধারা ভঙ্গ করে সরকারি কাজে বাধা প্রদান করে সহিংসতার ঘটনায় অজ্ঞাতনামা আনুমানিক ৭০০/৮০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলা নং-১, তারিখ ০১/১০/২০২৫ খ্রি.

অপরদিকে গত ২৯ সেপ্টেম্বর জেলার গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ করে ঘটানো সহিংসতায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় ও একই দিন সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারিদের আহত করা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গুইমারার দুটি মামলায় অজ্ঞাতনামা ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় জেলার গুইমারায় তিন পাহাড়ি নিহতসহ জেলায় অন্তত অর্ধশতাধিক পাহাড়ি-বাঙালি আহত হয়েছে। এর মধ্যে একজন মেজরসহ সেনাবাহিনীর ১৬ সদস্য ও ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়াও খাগড়াছড়ি জেলা সদরে সেনাবাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্সে হামলা হয়। জেলা সদরের স্বনির্ভর, মহাজনপাড়া ও গুইমারায় প্রায় অর্ধশতাধিক দোকানপাটে হামলা, ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মহাজনপাড়ায় প্রকাশ্যে গুলি বর্ষণের ঘটনাও ঘটে। তবে গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্টে ছাত্রীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।