খালেদা জিয়ার সম্মানে বিভিন্ন দূতাবাসে পতাকা অর্ধনমিত


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ /
খালেদা জিয়ার সম্মানে বিভিন্ন দূতাবাসে পতাকা অর্ধনমিত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি সম্মান জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার বিভিন্ন দূতাবাসে জাতীয় পতাকা অর্ধন‌মিত রাখা হ‌য়ে‌ছে। খালেদা জিয়ার সম্মানে ঢাকার ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে বুধবার পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া ব্রিটিশ হাইকমিশনে পতাকা অর্ধনমিত রাখা হয়।

ঢাকার ব্রিটিশ হাইক‌মিশ‌ন এক বার্তায় জা‌নি‌য়ে‌ছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হি‌সে‌বে ব্রিটিশ হাইক‌মিশ‌নে যুক্তরা‌জ্যের জাতীয় পতাকা অর্ধন‌মিত রাখা হ‌য়ে‌ছে। আমা‌দের ভাবনা তার প‌রিবার (খা‌লেদা জিয়া) এবং বাংলা‌দে‌শের মানু‌ষের স‌ঙ্গে র‌য়ে‌ছে।

প্রসঙ্গত, খা‌লেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এ শোক পালন করা হবে। এ ছাড়া খালেদা জিয়ার জানাজার জন্য বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজসহ তিনদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর সকা‌লে মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার জানাজা শেষে তাকে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়।