খুলনার কয়রায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৫, ৮:২২ পূর্বাহ্ণ /
খুলনার কয়রায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

খুলনায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ও সদস্য মল্লিক আব্দুর রউফের নামে সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শিক্ষক আব্দুর রউফ, শেখ কওছার আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, প্রভাষক শহিদুল্যাহ শাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আব্দুস সালাম, শিক্ষক আবুল বাসার, মো. ফরহাদ হোসেন, শিক্ষক হাবিবুল্যাহ হাবিব, মিজানুর রহমান লিটন, শেখ আরিফুর রহমান আরিফ, শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু, ডিএম জাহিদুল ইসলাম, মো. ফারুক আজম, শিক্ষক দিপক কুমার মিস্ত্রি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে জানানো হয়।

উল্লেখ্য, এনসিপি নেতা আবু বক্কর সিদ্দীকির নামে আপত্তিকর ভিডিও সম্বলিত নিউজ পত্রিকার প্রকাশিত হওয়ায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের ২ সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।