খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২৫, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ /
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

দুর্বৃত্তদের গুলিতে অর্ণব সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী অর্ণব নগরীর বসুপাড়া ইসলাম কমিশনার মোড় এলাকার বাসিন্দা নীতিশ কুমার সরকারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে আটটার দিকে অর্ণব মোটরসাইকেলে করে নগরীর ময়লা পোতা থেকে শিব বাড়ি যাওয়ার সময় অন্য একটি মোটরসাইকেল বহর থেকে গুলি করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায় শিক্ষার্থী অর্ণব। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয়।

নিহত অর্ণবের পিতা নিতীশ কুমার সরকার জানান, অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান। তিনি জানান, নিহত অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ ছাত্র তার রোল নাম্বার ২৩০৩১৭ ।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল রহমান বলেন, একটি মার্ডার হয়েছে আমরা আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। কেএমপি বিভিন্ন ইউনিট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাচ্ছে।