খুলনা মহানগর ছাত্রদলের কমিটিতে পদ পেতে চলছে দৌড়ঝাঁপ


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ /
খুলনা মহানগর ছাত্রদলের কমিটিতে পদ পেতে চলছে দৌড়ঝাঁপ

জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর কমিটি খুব শিগগিরই গঠন করা হবে। এমন খবরে এরইমধ্যে পদপ্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাঁপ চলছে। সভাপতি-সম্পাদক পদে আসতে কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী নেতাদের কাছে ধরণা দিচ্ছেন তারা। কমিটি গঠনকে সামনে রেখে নেতা-কর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ছাত্রদলের জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতৃত্বে কে আসবে, এ নিয়ে শিক্ষার্থী ও নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা।

সভাপতি যাদের নাম শোনা যাচ্ছে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, সাবেক সদস্য সচিব মো. তাজিম বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক রশিউর রহমান রুবেল, কমার্স কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন শামীম ভূঁইয়া, সাবেক প্রচার সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন জিতু, সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ ইমরান, দৌলতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মো:আল-আমিন লিটন।

খুলনা মহানগর ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে- খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, খুলনা মহানগর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য ও সাবেক সাবেক সহ সংগঠনিক মোঃ মাজহারুল ইসলাম রাসেল, খুলনা মহানগর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য ও সাবেক যুগ্ম-সম্পাদক সরদার মাহিম উল হক, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ দিপু,সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু আহমেদ, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরিফ মোল্লা তূর্য, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সালাম, খুলনা মহানগর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য ও সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল আহাদ শাহীন, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক অমিত মল্লিক।

জানা যায়, বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল। এজন্য মাঠে নেমেছে সংগঠনটির নেতারা। দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে হামলা-মামলা-নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নতুন কমিটিতে প্রাধান্য দেওয়া হবে। ছাত্রদল ঢেলে সাজাতে প্রত্যক্ষভাবে তদারকি করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর অর্পিত দায়িত্ব পালনে সারাদেশে কাজ করছেন কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

সংগঠনের শীর্ষ নেতারা বলছেন, যারা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে, বিপদের সময় দলকে ছেড়ে যায়নি, ইতিবাচক ভাবমূর্তির অধিকারী এবং শিক্ষাগতসহ সব দিক থেকেই যোগ্য, এমন কর্মীদেরকেই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদান করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রাজপথে ভূমিকা রেখেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে নতুন করে শিক্ষার্থীদের সংগঠনে ভিড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার অংশ হিসাবে ইতিমধ্যে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।