খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল, সরগরম বিএনপি অফিস


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ /
খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল, সরগরম বিএনপি অফিস

খুলনা সংবাদদাতাঃ আর মাত্র দু’দিন পর ২৪ ফেব্রুয়ারি খুলনা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইতমধ্যে সরগরম হয়ে উঠেছে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। সার্টিক হাউজে শুরু হয়েছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছে সম্মেলনকে কেন্দ্র করে গঠিত ২১টি উপ-কমিটি।

অপরদিকে নির্বাচন কমিশন ছবিযুক্ত ভোটার তালিক তৈরীতে কাজ করছেন। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন ভোট প্রত্যাশায়। মোট কথা ১৬ বছর পর খুলনা বিএনপির নেতাকর্মীরা সম্মেলনের উৎসবে আছেন।

নির্বাচন পরিচালনা কমিটি মহানগর বিএনপির সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬জনের মনোনয়নপত্র চুড়ান্ত করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এড. মাসুদ হোসেন রনি জানান, চুড়ান্ত তালিকায় সভাপতি পদে এড. এস এম শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির, সাহাজী কামাল টিপু।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬জন যথাক্রমে শের আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, তারিকুল ইসলাম তারিক ও শেখ সাদী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, ২০২১ সালের ৯ ডিসেম্বর আহ্বায়ক কমিটি গঠনের পর খুলনা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামী ২৪ ফেব্রুয়ারি সার্কিট হাউস ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি (ভার্চুয়্যাল) ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি আরো জানান, মূলত দলের ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নগরীর ৫ থানার ৫০৫ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার করা হবে।

মিলটন আরো জানায়, সম্মেলনকে কেন্দ্র করে ৩৬ হাজার বর্গফুট প্যান্ডেল ও ২৪০০ বর্গফুট স্টেজের কাজ শুরু হয়েছে। সম্মেলনে ঢাকা থেকে সাউন্ড সিস্টেম আনা হবে। নগরীতে ৫০টির বেশি মাইক থাকবে। ইতিমধ্যে দলীয় কার্যালয় আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া নগরীতে আলোক সজ্জার কাজ চলছে। আলোক সজ্জা ছাড়াও বিলবোর্ড, কাটাউট টানানো এবং গুরুত্বপুর্ণ প্রবেশদ্বার গুলোতে তোরণ নির্মানের কাজ চলছে। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেন্য শিল্পী কনকচাপা, আসিফ আকবর, মেজবাহ, নাসির সঙ্গিত পরিবেশ করবেন।