খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাষ রঞ্জন হাওলাদার জানান, মৃত মঞ্জনার বয়স ৬৮ বছর। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়।
তিনি জানান, ১৩৪ দিন পর করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে খুলনায়। এর আগে সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি করোনা পজিটিভ একজন রোগী মারা গিয়েছিল।
হাসপাতালে এখন ৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে একজন রেড জোনে, একজন আইসিইউতে এবং একজন ইয়েলো জোনে রয়েছে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় ৭২ জনের নমুনা সংগ্রহ নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।