আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যশোর জেলার সকল উপজেলায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৬ টা থেকে ১ জানুয়ারি ২০২৫ দিবাগত রাত ১২ টা পর্যন্ত পটকা,আতসবাজি ও আগুন দিয়ে পরিচালিত ফানুস ওড়ানো সহ বিভিন্ন ফায়ার ওয়ার্কস দ্রব্যের ক্রয়/বিক্রয়/উৎপাদন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষনা করা হল। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৪ এর সন্ধ্যার পর হতে রাস্তায় ও উন্মুক্ত স্থান সমূহে যে কোন ধরনের কনসার্ট,নাচ-গান-বাজনার অনুষ্ঠান (বা উন্মুক্ত স্থানে লাউড স্পিকারে গান বাজানো) হতে সকলকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হল।
– আদেশক্রমে
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,যশোর।
আপনার মতামত লিখুন :