গত দুই দিনে ইসকনের ৬৩ জনকে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ /
গত দুই দিনে ইসকনের ৬৩ জনকে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

বেনাপোল-পেট্রাপোল স্থল সীমান্ত – ছবিঃ সাবা

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দু’দিনে সনাতন ধর্মের ৬৩ জনকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার ৫৪ জনকে ফেরত পাঠানো হয়েছে, আর রোববার ফেরত দেয়া হয়েছে আরো নয়জনকে। তাদের সবাই সনাতন ধর্মের অনুসারী। এ তথ্য নিশ্চিত করেছে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, `সন্দেহজনক যাত্রা মনে হওয়ায় তাদেরকে ভারত যাওয়ার অনুমতি দেয়া হয়নি।’

ইমিগ্রেশন পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, `ইমিগ্রেশন পার হওয়ার সময় আমরা সবার সাথে কথা বলি। কথা বলার সময় আমরা বুঝতে পারি উনি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন কী-না। যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক বুঝতে পারি তখন তাদের যাত্রাটা স্থগিত করে দেই।’

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছেন, যে ৬৩ জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের সবাই তীর্থস্থান যাত্রার কথা বলেই ইমিগ্রেশন পার হতে চাচ্ছিল এবং তাদের সবার কাছেই ভারতের বৈধ ভিসা ছিল।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘যাদেরকে আমরা ফেরত পাঠিয়েছি তাদের পরিচয় সম্পকে বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে তারা ইসকনের সদস্য হতে পারে। তবে সবাই ইসকনের অনুসারী কী-না সেটা নিশ্চিত নই। তারা ভারতে তীর্থ স্থান ভ্রমন করতে যেতে চেয়েছিলেন।’

সম্প্রতি ইসকনের ‘বহিষ্কৃত’ নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যে কুটনৈতিক সম্পর্কের দৃশত অবনতি ঘটেছে এবং টানটান উত্তেজনা বিরাজ করছে।