গত দু’বছরের তুলনায় কিছুটা ভালো, রাজধানীতে চামড়ার হাট জমেছে!


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১২, ২০২২, ৮:২৮ পূর্বাহ্ণ /
গত দু’বছরের তুলনায় কিছুটা ভালো, রাজধানীতে চামড়ার হাট জমেছে!

রাজধানীতে জমে উঠেছে কোরবানি পশুর চামড়া কেনাবেচা। বড় বড় গরুর চামড়া এক হাজার টাকাতেও কেনাবেচা হচ্ছে। রবিবার দুপুরের পর থেকেই চামড়া বেচাকেনা শুরু হতে দেখা যায়। চামড়ার ক্রেতারা বলছেন, গত দুই বছরের তুলনায় এবার দাম কিছুটা ভালো। তবে বিক্রেতাদের অভিযোগ, তাদের কাছ থেকে কম দামেই চামড়া কিনছেন ব্যবসায়ীরা।

গরুর চামড়া ছোটগুলোর দাম ৪০০ টাকা থেকে শুরু, আকারভেদে দাম ৭০০ থেকে থেকে ৮০০ টাকা। আর সবচেয়ে বড় হলে ১০০০ টাকাতেও কিনতে দেখা যায়।

একটি ট্যানারি মালিকের প্রতিনিধি আব্দুস সালাম বলেন, সরকার যে মূল্য বেঁধে দিয়েছে, আমরা সেই দরেই চামড়া কিনছি। চামড়ার আকারভেদে আমরা ৬০০ থেকে ৮০০ টাকা দাম দিচ্ছি।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, চামড়া ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপারী ও আড়তদারেরাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ইতোমধ্যে চামড়া কেনার জন্য প্রয়োজনীয় টাকা আমরা তাদের দিয়েছি। সব মিলিয়ে আমরা মনে করি, গত দুই বছরের তুলনায় চলতি বছর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, কেনাবেচা ভালো হবে।