২৪ এপ্রিল গাজায় ইসরাইলি হামলার স্থান পরিদর্শন করছেন একজন ফিলিস্তিনি-ছবি – সংগৃহীত
ইসরাইলের হামলায় আরো ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের হামলার ফলে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও চিকিৎসকরা জানিয়েছেন, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে উত্তর গাজার জাবালিয়ার একই পরিবারের ১২ জন সদস্যও রয়েছেন।
এদিকে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি জানিয়েছে, ইসরাইলের হামলায় আরো ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’
চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরাইল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যেই ইসরাইল আবারো ব্যাপকহারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে এক হাজার ৯৭৮ জন নিহত এবং পাঁচ হাজার ২০৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
গাজায় ১৮ মাস আগে ইসরাইলের গণহত্যায় কমপক্ষে ৫১ হাজার ৩৫৫ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৭ হাজার ২৪৮ জন আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। অপরদিকে গাজা সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :