গাজায় ত্রাণ বিতরণ কালে ইসরায়েলের গুলি, ৩ ফিলিস্তিনি পুলিশ নিহত!


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ণ /
গাজায় ত্রাণ বিতরণ কালে ইসরায়েলের গুলি, ৩ ফিলিস্তিনি পুলিশ নিহত!

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণের সময় গুলি চালিয়েছে ইসরায়েলি সেনা।গুলিতে তিনজন ফিলিস্তিনি পুলিশ নিহত হয়েছেন। তুর্কি বার্তা সংস্তা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির মাঝেও রাফা সীমান্তে গুলি চালিয়েছে ইসরায়েল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ প্রবেশমুখে ওই পুলিশ সদস্যরা নিয়োজিত ছিল। তাদেরই লক্ষ্য করে গুলি চালানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়েছে। ইসরায়েল যেন পুলিশকে লক্ষ্যবস্তু না বানায় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের চাপ প্রয়োগের আহ্বানও জানায় তারা।

মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধবিরতির আওতায় গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। সেই ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে ব্যর্থ হচ্ছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নিহত হয়। এরপর বহু বছর ধরে গাজা উপত্যকায় চলা সামরিক অভিযান জোরাল করে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের এই আগ্রাসনের ৬৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন, আহত হয়েছে লক্ষাধিক। তাদের বেশিরভাগই বেসামরিক।

এমন অবস্থা বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। অবশেষে দেড় বছর পর চলতি বছর ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।