গাজা দখলের পরিকল্পনার জেরে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে বেলজিয়াম


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ /
গাজা দখলের পরিকল্পনার জেরে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে বেলজিয়াম

বেলজিয়াম আজ শুক্রবার জানিয়েছে, তারা ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ‘সামরিক নিয়ন্ত্রণ’ নেয়ার ইসরাইলি পরিকল্পনার জেরে তারা এ পদক্ষেপ নিয়েছে। ব্রাসেলস থেকে এএফপি এ খবর জানায়।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে লিখেছেন, ‘আমাদের উদ্দেশ্য হলো, (ইসরাইলের) এই সিদ্ধান্তের ব্যাপারে আমাদের সম্পূর্ণ অসম্মতি স্পষ্টভাবে প্রকাশ করা। তাদের অব্যাহত উপনিবেশায়নের বিরুদ্ধেও আমাদের অবস্থান স্পষ্ট।’

সূত্রঃ এএফপি/বাসস