গাজা নিয়ে মার্কিন প্রস্তাবে রাশিয়া-চীনসহ আরব দেশগুলোর চরম আপত্তি


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ /
গাজা নিয়ে মার্কিন প্রস্তাবে রাশিয়া-চীনসহ আরব দেশগুলোর চরম আপত্তি

ফাইল ছবি

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনে জাতিসংঘের ম্যান্ডেট নিশ্চিত করার যুক্তরাষ্ট্রের নতুন প্রচেষ্টা রাশিয়া, চীন ও কয়েকটি আরব দেশের শক্ত বিরোধিতার মুখে পড়েছে। এসব দেশ অভিযোগ তুলেছে, প্রস্তাবিত শাসন কাঠামো অস্পষ্ট এবং এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো অন্তর্বর্তী ভূমিকা দেওয়ার কথা উল্লেখ নেই। শুক্রবার টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের আলোচনার বিষয়ে অবগত চার কূটনীতিক জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ পুরোপুরি বাতিল করার দাবি তুলেছে ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য রাশিয়া ও চীন।

বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সংশোধিত খসড়ায় বোর্ড অব পিসসংক্রান্ত ভাষা বজায় রাখা হলেও তাতে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকারের উল্লেখ যোগ করা হয়েছে। আগের আগে খসড়ায় বিষয়টি না থাকায় সমালোচনা হয়েছিল।

কূটনীতিকদের মতে, এ ধরনের ভাষাগত টানাপোড়েন স্বাভাবিক হলেও গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্যদের মধ্যে গভীর মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।