গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ড. কামাল হোসেন


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ /
গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ড. কামাল হোসেন

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন। ৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।