সারসা বার্তা ডেস্ক: গোড়পাড়ায় পাকা রাস্তা থেকে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বিবরণে জানা যায়, ইং ১৯/০৪/২০২৫ তাং রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় গোড়পাড়া বিশ্বাস বাড়ী পাকা রাস্তার উপর থেকে পান ব্যাবসায়ী মোঃ তবিবর রহমান (৫৮) পিতা- মৃত শওকত আলী সাং- গোড়পাড়া ফকিরতলা থানা- শার্শা জেলা- যশোর এর টাকা ছিনতাই করাকালীন ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হাসুয়া,চাকু ও ছিনতাইয়ের ১০.৫৬০(দশ হাজার পাচশত ষাট) টাকা সহ ছিনতাইকারী (১) মোঃ সবুজ হোসেন(২৮) পিতা- মৃত আঃ মকছেদ (২) মোঃ টিটু মিয়া(২৩) পিতা- মোঃ নজরুল ইসলাম উভয়ই সাং- গোড়পাড়া সর্দার পাড়া থানা- শার্শা জেলা- যশোর হাতেনাতে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।