গোপনে বিয়ে সেরে নতুন জীবন শুরু সামান্থার!


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ / ০ Views
গোপনে বিয়ে সেরে নতুন জীবন শুরু সামান্থার!

 সামান্থা! ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। ভারতের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকালেই কোয়েম্বাটুরের লিংগ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি অনুসরণ করে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। যদিও বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি বা বিবৃতির অভাব রয়েছে, কিছু গণমাধ্যম এটিকে গোপন বিয়ে হিসেবে উল্লেখ করেছে।

সামান্থা তার পুরনো জীবনসঙ্গী নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠে নতুন জীবন শুরু করেন। এরপর বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তারা লিভ-ইনেও বসবাস শুরু করেন।

শেষমেষ, তাদের সম্পর্কের ফলস্বরূপ ছোট আয়োজনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। দুই পরিবারের মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সামান্থা লাল শাড়ি এবং রাজ দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাকে সেজেছিলেন। বিয়ে সম্পন্ন হওয়া মন্দিরটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত, যেখানে সামান্থা বিবাহবিচ্ছেদের পর থেকেই নিয়মিত যাতায়াত শুরু করেছিলেন।

গত বছর ডিসেম্বরে নাগা চৈতন্য দ্বিতীয়বার অভিনেত্রী শোভিতা ধূলিপালকে বিয়ে করেছিলেন। এরপর থেকেই সামান্থা ও রাজ নিদিমরুর সম্পর্কের গুঞ্জন তীব্র হয়। সামান্থা একাধিকবার তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করেছেন, যেমন তিরুপতি মন্দিরে বা বিমানে রাজের কাঁধে মাথা রাখা দৃশ্য। জানা গেছে, নাগার দ্বিতীয় বিয়ের পরই সামান্থা নতুন সম্পর্কে সিলমোহর দিতে দ্রুত পদক্ষেপ নেন।

উল্লেখ্য, সামান্থা ও রাজ নিদিমরু এখনও তাদের বিয়ে সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।