‘গোপালগঞ্জ জেলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উর্বরভূমি’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ। তিনি বলেন, দলটিতে ভবিষ্যতে ত্যাগীদের সঠিক মূল্যায়ন করা হবে।
শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ আবেদিন মেজবাহ বলেন, ‘গোপালগঞ্জের মাটি বিএনপির দুর্গ। শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা। এখানে কারচুপির মাধ্যমে বারবার বিএনপিকে পরাজিত করা হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি আগামীতে সংসদে যেতে পারলে দুর্দিনের ত্যাগী নেতাকর্মী যাদেরকে সাইড লাইনে রাখা হয়েছিল তারা যোগ্য স্থান ফিরে পাবেন বলেও জানান তিনি।’
মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে এবং সাবেক সহ-সভাপতি হাবিব জান মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল উসলাম লিটু মোল্যার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওহিদুল আলম, সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহমেদ সুমন, যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেনা, কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো: সাজ্জাদুল আলম রিপন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :