চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একই পরিবারের ৫ জন নিহত এবং আহত ৩


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ২:১৮ অপরাহ্ণ /
চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একই পরিবারের ৫ জন নিহত এবং আহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনা বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে মহাসড়কের ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের দক্ষিণ পার্শ্বে ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং তাদের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সকাল ১১টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী ‘মারছা’ বাসের সাথে কক্সবাজারগামী প্রাইভেট নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নোহা মাইক্রোবাসে থাকা আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

উদ্ধারকৃতদের মধ্যে মালুমঘাট মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালে তিনজনের মৃত্যু হয় এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মারা যান। মুমূর্ষু অবস্থায় অপর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি মেহেদী হাসান আরও জানান, নিহতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি, তবে তাদের বাড়ি কুমিল্লা জেলায়। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে এবং আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করছে।