

নিজস্ব প্রতিবেদকঃ নানরকম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় গণমাধ্যম সিএন বাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের টাউন ক্লাবে বিভিন্ন আয়োজন করা হয়। সকালে টাউন ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল,দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ চৌধুরী,সিএন বাংলার বার্তা সম্পাদক তারেক রহমান ও উপস্থাপিকা তাসনিয়া অলিভ ইউসা সিএন বাংলার প্রধান নির্বাহী আব্দুল মবিন এবং প্রকাশক ও সম্পাদক মেসবাউল হক।
সারাদেশ থেকে আসা সিএন বাংলার প্রতিনিধি ও জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সিএন বাংলাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতার জন্য সিএন বাংলাকে ধন্যবাদ জানান এবং আগামীতেও দেশের সংকট সম্ভাবনা ও দুর্ভোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :