বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চিকিৎসার জন্য চীনে যাচ্ছেন। বুধবার (২৩ জুলাই) তিনি ঢাকা ত্যাগ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগের কারণে তার শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিয়েছে। রোগ প্রতিরোধক্ষমতা হ্রাস, স্নায়বিক দুর্বলতা ও দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতার চিকিৎসার জন্য তিনি চীনে যাচ্ছেন।
ইউরোপ ও সিঙ্গাপুরে চিকিৎসা সুবিধা থাকলেও তুলনামূলক খরচ সাশ্রয়ের কথা বিবেচনায় রেখে চীনকেই চিকিৎসার গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন তিনি। সেখানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসা গ্রহণ শেষে আগামী ৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেন। এ সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির দাবি অনুযায়ী রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনায় নিয়ে বাবরসহ বেশ কয়েকজন নেতাকে আদালত খালাস দেন। এরপর ২০২৫ সালের ১৬ জানুয়ারি তিনি মুক্তি পান।
রাজনৈতিক জীবন শুরু করে ১৯৯১ সালে নেত্রকোনা-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নে জয়ী হন তিনি। ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
আপনার মতামত লিখুন :