চির বিদায় নিলেন বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের শামসের মোড়ল


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৫, ৬:৫৬ পূর্বাহ্ণ /
চির বিদায় নিলেন বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের শামসের মোড়ল

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মায়া ত্যাগ করে’ না’ ফেরার দেশে চলে গেলেন শার্শার ৩নং বাহাদুরপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড স্ববাংহুদা গ্রামের মোঃ শামসের মোড়ল। ২০ আগস্ট বুধবার ভোর সাড়ে ৫ টার সময় স্বরবাংহুদা গ্রামের মোঃ শামসের মোড়ল, দীর্ঘ দিন শারীরিক ভাবে অসুস্থ হয়ে, যশোর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৮৬) বছর। তিনি ১স্ত্রী, ২ ছেলে ১ কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

২০/০৮/২৫ বুধবার সকাল ১১টার সময় ১ নং ওয়ার্ড স্ববাংহুদা গ্রামের হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে। এসময় বাংলাদেশ জামাত ইসলামী সিনিয়র নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন, মাওলানা ইউসুফ আলি – বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা। আরো উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস – সাবেক অধ্যক্ষ বেনাপোল মনে উলুম ফাজিল মাদ্রাসা, মাওলানা ইয়াকুব আলী – সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলো,১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিলিয়াত হোসেন বিলা,সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান,৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম গুন্ডু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ এবং সরবানহুদা গ্রামের দুই মসজিদের ইমাম সাহেব ও গ্রামবাসী সহ ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।