নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দলের সদস্য হয়ে,চীনে রাজনৈতিক সফর শেষে যশোরে ফিরলেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় যশোর বিমান বন্দরে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম,
যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা,যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,শার্শা উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু,
উলাশী ইউনিয়ন বিএনপি'র সম্মানিত সদস্য ও বেনাপোল শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর আহবায়ক মোঃ সহিদ আলী,শার্শা থানা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ যশোর জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চায়না চাংশা মিউনিসিপ্যাল গভর্নমেন্টের ভাইস-মেয়র গাও ওয়েনকি’র হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে একটি স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
পরে আটটি দেশের প্রতিনিধি দল ভোজসভায় অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সদস্যরা নিজ নিজ দেশের সার্বিক পরিস্থিতি এবং রাষ্ট্রের কল্যাণমূলক নানা পদক্ষেপ নিয়ে অনানুষ্ঠানিক আলাপ আলোচনা করেন।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। ৭ থেকে ১৬ই নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হয়।