চৌগাছায় খেজুর গাছ কাটা গাছি সমাবেশ 


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ৭, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ /
চৌগাছায় খেজুর গাছ কাটা গাছি সমাবেশ 

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের চৌগাছা উপজেলায় খেজুর গাছ কাটা গাছিদের অংশগ্রহণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ হয়। এতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক গাছি অংশ নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল এবং প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান।

সমাবেশটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, খেজুর গুড়ের উদ্যোক্তা আতাউর রহমান, এবং উপজেলার বিভিন্ন গ্রামের অভিজ্ঞ গাছিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা গাছিদের সঙ্গে আলোচনা শেষে খেজুর গুড় উৎপাদনে কোনো ধরনের ভেজাল না দেওয়ার জন্য শপথ বাক্য পাঠ করান। সমাবেশ শেষে অংশগ্রহণকারী গাছিদের মাঝে শীতের কম্বল উপহার দেওয়া হয়।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ এবং গুড় উৎপাদনের জন্য গাছিদের উৎসাহিত করতেই এই সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ঘোষণা দেন, আগামী ১লা মাঘ থেকে তিন দিনব্যাপী উপজেলা চত্বরে গুড় মেলা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় খেজুর গুড় উৎপাদকরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। এ ধরনের আয়োজন গাছিদের কাজের প্রতি উৎসাহ জোগাবে এবং স্থানীয় গুড় শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।