মোঃ নিজাম উদ্দীন, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে শহরের পুরাতন সোনালী ব্যাংক ভবণের গল্পকুটির নামে রেস্টুরেন্টটি সিল করে দেওয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা অভিযান চালিয়ে রেস্টুরেন্টটি সিল করে দেন।
অভিযান সূত্রে জানা যায়, শহরের পুরাতন সোনালী ব্যাংক ভবণনের দুইতলায় গল্পকুটির নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। যেখানে হোটেল ব্যবসার আড়ালে স্কুল-কলেজ ও মাদ্রাসার উঠতি বয়সের শিক্ষার্থীদের নানা অনৈতিক কাজের সুযোগ করে দেয়া হয়। পরে সিসি ক্যামেরায় সে সব ভিডিও ধারণ করে ব্লাকমেইলিং করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। বিশেষ করে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা এখানে জড় হয়ে নানা অসামাজিক কাজে লিপ্ত হয়ে থাকে। এ সকল অভিযোগে শহরের গল্পকুটির নামে রেস্টুরেন্টটি সিল করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ও উপজেলা আনছার ভিডিপি অফিসার শাহাদৎ হোসেন প্রমুখ। এই মিনি চাইনিজ রেস্টুরেন্টটির বিরুদ্ধে স্কুল কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নানা অনৈতিক কাজের সুযোগ করে দেয়া এবং সিসি ক্যামেরায় সে সবের ভিডিও করে ব্লাকমেইলিং করে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। এখানে বড় বড় সোফা বসিয়ে অল্প আলোর পরিবেশ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।