সোহেল রানাঃ যশোরের চৌগাছায় দুইটি গাঁজার গাছসহ রিয়াজ উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কিসমত খানপুর এলাকার একটি ড্রাগন ক্ষেতের মধ্যে থেকে এ গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে অত্র থানাধীন নারায়নপুর ইউনিয়নের কিসমত খানপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী তার ড্রাগন ক্ষেতের মধ্যে মাদকদ্রব্য গাঁজার চাষ করেছে। এমন তথ্যের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের (এসআই) মেহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছে গাঁজা চাষী রিয়াজ উদ্দিনকে আটক করে।
পরে ড্রাগন ক্ষেত থেকে দুইটি তাজা গাঁজার গাছ উদ্ধার পূর্বক জব্দ করে। পরবর্তীতে জানা যায় আটককৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ সংক্রান্ত চৌগাছা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।