চৌগাছায় ছিনতাইকালে প্রাইভেটকারসহ আটক-৩


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ /
চৌগাছায় ছিনতাইকালে প্রাইভেটকারসহ আটক-৩

যশোরের চৌগাছায় এক এনজিও কর্মীর নগদ টাকা ও মোবাইল ছিনতাইকালে প্রাইভেটকার সহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের সলুয়া শাখার নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম শামীম চৌগাছা থানায় একটি মামলা করেছেন।

থানা ও মামলার নথিসূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের সলুয়া শাখার কর্মী হালিমা খাতুন সোনালী ব্যাংক সলুয়া শাখা থেকে দুই লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। তিনি বাজার থেকে আফরা মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা এক দল ছিনতাইকারী তার ওপরে হানা দেয়। এ সময় তারা এনজিও কর্মী হালিমার কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় হালিমার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে।

খবর পেয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ছিনতাকারীদের পিছু নেন। ধাওয়া করে মশিউর নগর বাজারে ব্যারিকেট দিয়ে পুলিশ একটি কালো রংয়ের প্রাইভেটকার আটক করেন। এ সময় পুলিশ তিন ছিনতাইকারীকেও আটক করেন। এদিকে তিন ছিনতাইকারী আটক হলেও ভিকটিমের টাকা ও মোবাইল উদ্ধার করা যায়নি। ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি এ দিন সকালে খুলনা সোনাডাঙ্গা এলাকা থেকে ছিনতাই করেছে বলে স্বীকার করেছে ছিনতাইকারীরা।

আটক ছিতাইকারীরা হলো খুলনা জেলার লবনচরা উপজেলার সাচিবুনিয়া গ্রামের আব্দুল্লাহর ছেলে ইমন হোসেন (৩০), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩২) ও মনির হোসেনের ছেলে সুমন হোসেন (৩০)। এ সময় আসামিদের নিকট থেকে গাড়ীর একটি নকল লাইসেন্স, একটি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়।