মোঃ নিজাম উদ্দীন শান্তি, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ দলিল লেখক সমিতির (বাদলেস) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বেলাল হোসেন (চশমা মার্কা) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর ইকবাল (মোটর সাইকেল মার্কা) ২৪ ভোট এবং জামিনুর রহমান (ছাতা মার্কা) ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব (হাতি মার্কা) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান (চাকা মার্কা) ৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে শাহজামাল (তোতা টিউবওয়েল মার্কা) ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন (ফুটবল মার্কা) ২২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এ সময় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল মান্নান ও আব্দুর রাজ্জাক। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।