যশোরের চৌগাছার মর্জাদ বাওড় থেকে অবৈধভাবে উত্তোলিত ১লাখ ৮১হাজার ঘনফুট বালু জব্দের পর উন্মুক্ত নিলামে বিক্রি করে করেছে উপজেলা প্রশাসন। এতে সরকারি কোষাগারে রাজস্ব হিসেবে জমা হয়েছে ৪ লাখ ২১ হাজার ৭৩০ টাকা। বৃহম্পতিবার (৫ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর কালিতলায় এই নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি পায়েল হোসেন, পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান লাল প্রমুখ। নিলাম পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ড যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন।
এরআগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানার ওসি পায়েল হোসেন অভিযান পরিচালনা করে মর্জাদ বাওড় থেকে অবৈধভাবে উত্তোলিত ১লক্ষ ৮১ হাজার বালু এবং বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি মেশিন জব্দ করেন। পরে সেই বালু উন্মুক্ত স্পট নিলামে বিক্রি করা হলো।