চৌগাছার আনিছুর হত্যা মামলার প্রধান আসামি কুরবান গ্রেপ্তার


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ /
চৌগাছার আনিছুর হত্যা মামলার প্রধান আসামি কুরবান গ্রেপ্তার

চৌগাছা থানা পুলিশ বহুল আলোচিত আনিসুর রহমান হত্যাকান্ডের অন্যতম এজাহারভূক্ত আসামি কুরবান আলীকে (৩০) গ্রেপ্তার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে শনিবার দুপুর সাড়ে ১২ টায় খুলনার ফুলতলাস্থ গাড়াতলা গ্রাম থেকে আসামি কুরবানকে গ্রেপ্তার করে।

তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকান্ড সম্পর্কে অজানা তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন নিহতের পারিবারসহ এলাকাবাসী।
মামলার তদন্তকারী কর্মকর্তা সলিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন আনিসুর রহমান হত্যা মামলার এজাহারভূক্ত আসামি কুরবান আলী খুলনার গাড়াতলা গ্রামে গা ঢাকা দিয়ে আছে। সেখানে নিজের নাম পরিচয় ও ঠিকানা গোপন করে রাজমিস্ত্রির কাজ করছিলেন। এ জাতীয় তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আসামীকে চৌগাছা থানায় আনা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে আনিসুর রহমান নিজ বাড়ির কাছে জগন্নাথপুর উত্তরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এখান থেকে আনিসুর রহমান বাড়ির উদ্দেশ্যে দোকান থেকে বের হন।

এ সময় হঠাৎ সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। নিহত আনিসুর রহমান সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিহত আশরাফ হোসেন আশার ভাই। ২০০২ সালের ২৪ জুলাই আশা একই সন্ত্রাসী চক্রের হাতে খুন হন।