চৌগাছার কাবিলপুর সীমান্তে মার্কিন ডলার জব্দ 


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ /
চৌগাছার কাবিলপুর সীমান্তে মার্কিন ডলার জব্দ 

সোহেল রানাঃ যশোরের চৌগাছার কাবিলপুর সীমান্তে ৩০হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী কাবিলপুর গ্রামের মাঠ থেকে এই ডলার জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী কাবিলপুর মাঠে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে ডলার পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ১০০ ডলারের ৩০০টি নোট যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ ৮০হাজার টাকার সমান জব্দ করা হয়।

যশোর ৪৯বিজিবি কাবিলপুর ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত ডলার চৌগাছা থানায় জমা দেওয়া হয়েছে এবং থানায় বৈদেশিক মুদ্রা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।