

এবার বিভিন্ন বাজার ও গ্রাম ঘুরে ভ্যানচালক ও দুঃস্থ্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চৌগাছার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরুফা সুলতানা। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামের মোড়ে ২০০ ঈদ উপহারের প্যাকেট বিতরণ করেন তিনি।
ইউএনও এভাবে ঘুরে ঘুরে এবং ভ্যানচালকদের দাড় করিয়ে ঈদ উপহার প্রদান করায় স্থানীয়রা প্রশংসার সুরে বলেন, ‘এবার প্রকৃত প্রাপকরা ঈদ উপহার পেলো।’
ইউএনও’র হাত থেকে ঈদ উপহারের প্যাকেট পেয়ে কয়েকজন বয়বৃদ্ধ ভ্যানচালক আপ্লুত হয়ে বলেন, ‘এখনো ঈদের জন্য কিছু কিনতে পারিনি। ইউএনও’র এই উপহার আমাদের অনেক প্রপ্তি। এভাবে সম্মানের সাথে আমাদের ডেকে কেউ কিছু দেননা।’
তারা বলেন, ‘দোয়া করি, আল্লাহ যেন উনাকে এভাবে আমাদের মত অসহায় মানুষের পাশে থাকার সুযোগ করে দেন। তিনি যেন এভাবে আরো মানুষের প্রতিবছর দিতে পারেন।’
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা রাত সাড়ে সাতটা পর্যন্ত চৌগাছা শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়, কপোতাক্ষ সেতুর ওপরে, কুঠিপাড়া মোড়, চৌগাছা-মহেশপুর সড়কের দামোদর বটতলা, বুন্দেলীতলা মোড়, চৌগাছা-ঝিকরগাছা সড়কের গরীবপুর মোড়, চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলি মল্লিকবাড়ি মোড়, কড়ইতলা মোড়ে মোড়ে ভ্যানচালক এবং দুঃস্থ্যদের মধ্যে তিনি এই ঈদ উপহার বিতরণ করেন।
প্রতিটি প্যাকেটে পোলাও চাল, সিমাই, চিনি, গুড়ো দুধ, ডাল ও সাবানসহ ঈদের দিনের জন্য সামগ্রী প্রদান করা হয়। জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার চারশত দুঃস্থ মানুষদের মধ্যে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :