চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ /
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা

ছবি: ফেসবুক

আসর শুরুর পাঁচ দিন আগে ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি। ফাইনালে জয়ী দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। সঙ্গে তাদের দেওয়া হবে একটি ট্রফি। সব মিলিয়ে এবারের আসরে থাকছে মোট ৬৯ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার, ২০১৭ সালে সবশেষ আসরের তুলনায় যা ৫৩ শতাংশ বেশি।

এক বিজ্ঞপ্তিতে শুক্রবার আসন্ন আসরের প্রাইজ মানি ঘোষণা করে আইসিসি। আসরের রানার্স-আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দলই পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে।

পঞ্চম ও ষষ্ঠ হওয়া দলের জন্য প্রাইজমানি একই, ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে পাবে সপ্তম ও অষ্টম হওয়া দল।

এছাড়াও অংশগ্রহণের জন্য আট দলের প্রত্যেককে দেওয়া হবে ১ লাখ ২৫ হাজার ডলার করে। ম্যাচ থেকেও থাকছে আয়ের সুযোগ। গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য ৩৪ হাজার ডলারের বেশি দেওয়া হবে।

এবারের টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে ভারতের আপত্তিতে তাদের ম্যাচগুলো হবে দুবাইয়ে। আসর শুরু আগামী বুধবার করাচিতে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে।