প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২২, ৫:৪৮ পূর্বাহ্ণ
ছদ্মবেশে কৃষকের কাছ থেকে হেরোইন জব্দ আটক-১

সোহেল রানাঃ যশোরের বেনাপোলে কৃষক বেশে ভারত থেকে হেরোইন আনার সময় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।বৃহস্পতিবার সকালে উপজেলার ঘিবা সীমান্তের ২৩ নম্বর মেইন পিলারের ২০০গজ ভেতরে মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর হোসেন ঘীবা গ্রামের আরশাদ আলির ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন,ভারত থেকে হেরোইন আনা হবে গোপন এমন সংবাদে বৃহস্পতিবার সকালে ঘিবা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মনিরুল ইসলামের নেতৃত্বে টহলদল কৃষকের ছদ্মবেশ থাকা জাহাঙ্গীরের গতিবিধি নজরদারিতে রাখেন।
ওই সময় সে ভারতীয় একজন ছদ্মবেশি কৃষকের কাছ থেকে হেরোইনের চালানটি গ্রহন করে। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৫শ’ ৪০গ্রাম হেরোইন পাওয়া যায়। যার বাজার মূল্য ৫৪লাখ টাকা বলে এই বিজিবি কর্মকর্তা জানান। এই সময় তার সাথে থাকা একটি গরু উদ্ধার করা হয়। এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় আটককৃতর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
Copyright @ 2023 সারসা বার্তা. All Rights Reserved