ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু


Shohel Rana প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ণ /
ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বুধোপুর গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে যশোর জেনারলে হাসপাতালে পিতা ইখলাসের (৪৫) মৃত্যু হয়।

বাঘারপাড়া থানা পুলিশের (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, নিহত ইখলাস মাদকাশক্ত ছিলেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে পিতা ইখলাসের সাথে ছেলে তারেক মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার পিতার মাথায় আঘাত করে। এসময় পরিবারের সদস্যরা ইখলাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইখলাসের। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানিয়েছেন, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।