জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ /
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একে এম রাশিদুল ইসলাম। এসময় তিনি বলেন, নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে জাকসু নির্বাচন উপলক্ষে আগামী ১৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের তফসিল ঘোষণার ফলে দীর্ঘ ৩৩ বছর পর সচল হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে একের পর এক বৈঠকের পরে অবশেষে আলোর মুখ দেখলো জাকসু নির্বাচনের তফসিল।

এদিকে জাকসু নির্বাচনের আয়োজনের দিনক্ষণ ঘোষনা করায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্রসংগঠন ও অংশীজনেরা। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার অঙ্গীকার তাদের।