জাতীয়করণের দাবিতে আনছার সদস্যদের আন্দোলনের মুখে জেলা কমান্ডারের পলায়ন


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ /
জাতীয়করণের দাবিতে আনছার সদস্যদের আন্দোলনের মুখে জেলা কমান্ডারের পলায়ন

যশোরের বেনাপোল স্থল বন্দরে কর্মরত আনসার সদস্যরা ২৩-৮-২০২৪ তারিখে  ১২টার সময় বৈষম্য বিরোধী আন্দোলন করেছে আনসার সদস্যরা র‍্যালি নিয়ে তাদের ক্যাম্প থেকে নোমাসল্যান্ড  আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের পথসভা করে।

পোর্ট ডিরেক্টর মোঃ রেজাউল করিম তাদেরকে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ছেড়ে দেওয়ার আহবান জানালে তারা আবারও র‍্যালি নিয়ে আনসার ক্যাম্পের সামনে আসে। সেখানে নবনিযুক্ত পিসি মোঃ হেলাল আন্দোলনরত আনসার সদস্যদের বোঝানোর চেষ্টা করে তিনি তাতে ব্যর্থ হন।

পরে যশোর জেলা কমান্ডার সঞ্জয় এর সাহায্য প্রার্থনা করেন। একপর্যায়ে সঞ্জয় আন্দোলনরত আনসারদের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে কিছু বলতে গেলে আন্দোলনরত আনসাররা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। সঞ্জয় পরে গাড়ি নিয়ে বেনাপোল থেকে চলে যান।

এই সময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে আনসার সমন্বয়ক জাহিদুল ইসলাম সঞ্জয় ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির কথাও উপস্থাপন করেন।