জাতীয় ঐক্য একটি দেশ উন্নয়নের মূলভিত্তি- ড. মিজানুর রহমান আজহারী


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ /
জাতীয় ঐক্য একটি দেশ উন্নয়নের মূলভিত্তি- ড. মিজানুর রহমান আজহারী

আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী সকলেকে হিংসা হানাহানি বন্ধ করে ঐক্য থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জাতীয় ঐক্য হচ্ছে একটি দেশ উন্নয়নের মূলভিত্তি।’ শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সাবেক গুলদি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মহাফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আজহারী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ। এ দেশে সকাল সম্প্রদায়ের লোক অতীতের চেয়ে বর্তমানে অনেক নিরাপদে রয়েছে বিশ্বের বিভিন্ন জরিপে উঠে এসেছে।

জানা গেছে, পেকুয়ার মরহুমা মওলানা শহীদ উল্লহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদ উদ্যোগে ঐতিহাসিক এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। বিশাল এ মাহফিলে বিভিন্ন দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মানুষের ঢল নামে।

অধ্যক্ষ মৌং নুর আহমেদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে জামায়তে ইসলমীর কেন্দ্রীয় পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসিদ, মৌং ড. হাবিবুর রহমান, মৌং আবুল কালাম আজাদ ও কক্সবাজার-১ আসনের জামায়েতের মনোনিত প্রার্থী ও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল আল ফারুক প্রমুখ আলোচনা পেশ করেন।

উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্ববৃহত্তর এ তাফসিরুল কোরআন মাহফিলের শৃঙ্খলা রক্ষায় সেনা বাহিনী, র‍্যাব, পুলিশ সদস্য-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।