জাতীয় কবিতা উৎসবের দফতর উদ্বোধন আজ 


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ৫, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ /
জাতীয় কবিতা উৎসবের দফতর উদ্বোধন আজ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে হচ্ছে জাতীয় কবিতা উৎসবের দফতর। রোববার (৫ জানুয়ারি) বিকেলে ঢাবি ছাত্র শিক্ষক কেন্দ্রের দোতালায় ডানদিকে ‘মুনির চৌধুরী মিলনায়তন’- এর পাশে কবিতা উৎসবের কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আগ্রহীদের বিকাল ৫টার মধ্যে দফতরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে আহ্বায়ক মোহন রায়হান।

প্রসঙ্গত, ‘কবিতা মৈত্রীর কবিতা শান্তির’ স্লোগানে জাতীয় কবিতা উৎসব শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি। প্রতি বছরের ধারাবাহিকতায় উৎসবের আয়োজন করছে জাতীয় কবিতা পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এই উৎসব চলবে দুদিন।