নুরুল আমিন নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে সেক্রেটারি সহ: অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি আব্দুল ওহাব সিদ্দিকী তার বক্তব্য বলেন আজ যেমন জুলাই-আগষ্ট ২০২৪ ছাত্র জনতার সফল বিপ্লবের মাধ্যমে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। শোষন ও স্বৈরশাসক থেকে জাতি মুক্তি পেয়েছে। সেদিন সিপাহি জনতার সফল বিপ্লবের মাধ্যমে জাতী তাদের অধিকার ফিরে পায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে শপথ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানটিতে আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পেশাজীবি বিভাগের সহ: সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, সহ: সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মো: সালাহউদ্দিন এবং বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী প্রমুখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অপশাসন-দুঃশাসনমুক্ত, বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, তারুণ্য সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত শাহাদাতবরণকারী সব শহীদদের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :