জাহাঙ্গীর কবীর আত্ম সচেতন সাদা মনের মানুষ
আলহাজ¦ মোঃ রবিউল হোসেন
বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান সভাপতি কে?
সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর কবির। ঈর্ষাকাতর
মানুষগুলো তাঁর যোগ্যতা জানতে চায়।
সমালোচকরা তাঁকে আবার পাগল উপাধি দেয়।
গোল পৃথিবী গোল, মাথাগোল, টাকা গোল,
এই টাকাই শুধু সব খানেই বাধায় গন্ডগোল!
রাজনীতির স্বজনপ্রীতিতেও বাধায় হট্টগোল!
কাজ করলে পাগল বলে, এ সমাজে তারাই যোগ্য
যারা লেবাস ক্ষমতা ও পর্দ্দার আড়ালে দূর্নীতি করে।
জাহাঙ্গীর কবীর আত্ম সচেতন সাদা পোষাকের
লেবাসধারী টুপিওয়ালা, সাদা মনের
কর্মপাগল নিরঅহংকার মানুষ।
মাঠের আবর্জনা, টয়লেটের ময়লা পরিষ্কার করতে
ঝাড়ু-ঝাটার ব্যবহারে ঈর্ষাকাতর অনেকেই!
পুকুরঘাটে আরামে বসবার পাকা বেঞ্চের
গায়ে তিনি লিখে রেখেছেন
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন!
উপদেশ বাণীটি কেহই মেনেও মানেনা
বরং বসবার বেঞ্চেই নজরে এলো
এক টোপ থুতু সংযুক্ত কাশপোটা!
এ সংসারে ভালো কাজ করেও,
পরশ্রী কাতরদের মন তুলতে
কতটুকু সফল হবেন জনাব মোঃ জাহাঙ্গীর কবীর
তা এখন ভবিষ্যতেই দেখ বার বিষয়।
দেশের প্রায় শতভাগ মানুষই ব্যক্তিস্বার্থ
সম্পর্কে যতটুকু আত্মসচেতেন।
তুলনায় দেশের স্বার্থে ইউনিটি,
ফেত এবং ডিসিপ্লিন সম্পর্কে
(একতা, বিশ^াস এবং শৃঙ্খলা) ততই অসচেতন।
হতাশার আঁধার মাড়িয়ে শুধু শুভ্র সকালের প্রত্যাশায়
ভবিষ্যতের সুনাগরিকদেরকে গুডমর্নিং অভিনন্দন জানাইতে চাই
সাদা মনের মানুষটির পক্ষ থেকে।