জুলাই ঘোষণাপত্রঃ প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১৬, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ /
জুলাই ঘোষণাপত্রঃ প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি

– ছবি – ইন্টারনেট

জুলাই ঘোষণাপত্রের ওপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সর্বদলীয় যে বৈঠকের আয়োজন করা হয়েছে, তাতে বিএনপি অংশ নেবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংলাপে অংশ নিতে বিএনপির এক সদস্য প্রতিনিধি যাবেন। কিছু সময়ের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশান বাসা প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকের উদ্দেশে রওনা করবেন।

এদিকে প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। বিষয়টি নিশ্চিত হয়েছে।